ASANSOLKULTI-BARAKAR

তবাসুম আরা কে গ্রেফতারের দাবিতে বিজেপি প্রতিনিধি দল কুলটি DC অফিসে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : বিগত শনিবার কুলটির লচ্ছিপুরের যৌন পল্লীতে আসানসোল পৌরনিগমের  উদ্যোগে এলাকার যৌন  কর্মীদের ভ্যাকসিন দেয়ার শিবির চলাকালীন প্রধান  অতিথি রূপে উপস্থিত ছিলেন  আসানসোল পৌরনিগমের প্রাক্তন  ডেপুটি মেয়র তথা বর্তমান পৌরনিগমের প্রশাসক সদস্যা তবাসুম আরা সেখানে তিনি নিজের ইচ্ছে তে ডাক্তার ও নার্সদের উপস্থিতি তে এক যৌন কর্মীর শরীরে ভ্যাকসিন প্রয়ােগ করে আর এই ঘটনা সামনে আসতেই বিতর্কের মধ্যে জড়ান !

এই ঘটনার প্রতিবাদে এবং প্রাক্তন ডেপুটি মেয়র ও বর্তমান প্ৰশাসক বোর্ডের সদস্যা তবাসুম আরা কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে  কুলটি মন্ডল বিজেপি প্রতিনিধি দল কুলটি DC অফিসে দাবি তুলে ধরেন !এতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ  আচার্য ও কুলটি মন্ডল ২বিজেপি সভাপতি অমিত ঘোষ সংখ্যালঘু  জেলার নেতা জিসান কুরাশি সহ অনেক।

Good News : আসানসোলে ৩ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হতে চলেছে, সৃষ্টিনগরে হবে Health World : মন্ত্রী মলয় ঘটক

ভ্যাকসিন কান্ড: প্রাক্তন ডেপুটি মেয়রের নামে কুলটি থানায় অভিযোগ,দল নজর রাখছে, জানালেন তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক

Leave a Reply