ASANSOL-BURNPUR

দুঃস্থ বাচ্চাদের পাশে শান্তিনগর বালিকা বিদ্যামন্দির হাই স্কুল কর্তৃপক্ষ

বেঙ্গল মিরর, বার্নপুর : আসানসোল পৌরনিগমের বার্নপূরেক কালাঝরিয়া এলাকায় দুঃস্থ বাচ্চাদের পাশে দাঁড়ালেন বার্নপুরের শান্তিনগর বালিকা বিদ্যামন্দির হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকাগণ ৷  আজ তারা  পড়ুয়া সহ শিশুদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী ৷ মিল্ক পৈকেট, ফ্রুটস কেক, বিস্কুট, চিপস, মুড়ি, চিঁড়ে, ক্যাডবেরি,  সাবান, চকলেট  এছাড়াও প্রত্যেককে একটি করে সাবান ও সুদৃশ্য স্যানিটাইজার মাস্ক প্রদান করলেন শিক্ষিকারা ৷ শান্তিনগর স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী মুখার্জী ছাড়াও অন্যান্য শিক্ষিকা শিপ্রা দাস, অপর্ণা মান্ডি,মিতালি ব্যানার্জী, সঙ্গীতা পাল,  করবী রায়,  সন্ধ্যা চ্যাটার্জী  এবং অশিক্ষক কর্মচারী বাবলু দাস, নিলয় রায়েরা নিজেদের হাতে বাচ্চাদের উপযোগী খাবারসহ অন্তত এক সপ্তাহের টিফিন প্রদান করেন ৷ 

Leave a Reply