ASANSOL

বিজেপির পক্ষ থেকে ড: শ্যামাপ্রসাদ মুখার্জির ১২০ তম জন্মদিবস পালিত হল আসানসোলে

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২০ তম জন্মদিবস পালিত হল বিজেপির আসানসোল সাংগঠনিক কার্যালয়ে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন জেলার কন্ভেনার শিবরাম বর্মন, সুদীপ চৌধুরী, অরিজিত রায়, ওম নারায়ন প্রসাদ ও জেলার দলীয় নেতৃত্ব।

এদিকে আসানসোল বাজারের বিজেপির দলীয় কার্যালয়ে। ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিজেপি ওবিসি মোর্চার শঙ্কর চৌধুরী, বিগু ঠাকুর, কৃষ্ণেন্দু মুখার্জি, রাম অধিকারী, মধুমিতা চ্যাটার্জী, রাকেশ শর্মা, বান্টি সিং সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা।বিজেপি ওবিসি মোর্চার শঙ্কর চৌধুরী বলেন, ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জি জম্মু-কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার চক্রান্ত বিফল করে দেন । তার আত্মবলিদানের জন্য ভারতবাসী আজও তাকে শ্রদ্ধা অর্পণ করেন।

এছাড়া প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাসভবনেও ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা অর্পন করা হয়।

Leave a Reply