ASANSOL

পথ দুর্ঘটনায় আহত INTTUC নেতা রাজু আহলুওয়ালিয়া, আইসিইউতে চিকিৎসাধীন

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পথ দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন INTTUC পরিবহন ইউনিয়ন এর নেতা রাজু আহলুওয়ালিয়া। চিকিৎসার জন্য তাকে আসানসোলের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজু আহলুওয়ালিয়া তার এক সঙ্গীর সাথে সোমবার রাতে আসানসোল ফিরছিলেন। তারপরে তার গাড়ি এথোরা মোড়ের কাছে ন্যাশনাল হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় রাজু আহলুওয়ালিয়া গুরুতর আহত হন। তাকে সেনরালে রোডের একটি বেসরকারি নার্সিংহোমের আইসিইউতে ভর্তি করা হয়েছে।সেখানেই তার চিকিৎসা চলছে।

Leave a Reply