ASANSOL

পেট্রোল পাম্পে জেলা কংগ্রেসের বিক্ষোভ অবস্থান, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৫ জুলাইঃ জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে বৃহস্পতিবার আসানসোলর জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড়ের পেট্রোল পাম্পের সামনে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও লাগামহীন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ কেরোসিন তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অবস্থানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, পিসিসি সদস্য শ্রমিক নেতা চন্ডী বন্দোপাধ্যায় সহ জেলার বিভিন্ন ব্লকের সভাপতিরা , ছাত্র, যুব, মহিলা, সেবাদল ও মাইনোরিটি সেল সহ সকল শাখা সংগঠনের নেতৃত্বরা।


এদিন শুরুতে যুব কংগ্রেস কর্মীরা জেলা যুব সভাপতি শৌভিক মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি সাইকেল মিছিল করে অবস্থান মঞ্চে আসেন। বিক্ষোভ অবস্থানে হিরাপুর ব্লক থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পেশার ৩০ জন কংগ্রেসে যোগদান করেন। বিক্ষোভ অবস্থান শেষে এদিন জিটি রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলি দাহ হয় কংগ্রেসের পক্ষ থেকে ।

শহরে আবার সাইবার ক্রাইম, ফোন পে খুলতেই মেকআপ আর্টিস্টের একাউন্ট থেকে উধাও ৫৮ হাজার টাকা

Leave a Reply