ASANSOLBengali News

TMYC পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, ১৮ জুলাইঃ আসানসোলের মহিশিলা গ্রামের দুর্গা মন্দিরে পুরনিগমের ৮৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক রক্তদান শিবির ও বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরের শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় ও বেশ কিছু মানুষ রক্ত দান করতে এগিয়ে আসেন।


শিবিরে উপস্থিত ছিলেন তৃনমুল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু, আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, প্রাক্তন কাউন্সিলর ও যুব তৃনমূলের রাজ্য় সাধারন সম্পাদক ববিতা দাস, মানস দাস, সিতু রুদ্র, যুব নেতা অমি সেন, সব্যসাচী রায় ,পরেশ মন্ডল, স্বপন মন্ডল, বান্টি ঘোষ ,বিপ্লব গোপ , শুভ মন্ডল, খোকন মন্ডল, করুণা মন্ডল সহ অন্যান্যরা।

Leave a Reply