BARABANI-SALANPUR-CHITTARANJAN

দোমাহানি পঞ্চায়েতে বিধায়কে সম্বর্ধনা, ৩৫০ জন কে কাস্ট সার্টিফিকেট বিলি

বেঙ্গল মিরর, মনোজ শর্মা/ কাজল মিত্র :-বারাবনি ব্লকের দোমাহানি গ্রাম পঞ্চায়েতের কার্যালয় আজ বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে তৃতীয়বার বিধায়ক হওয়ার জন্য সম্বর্ধনা জানানো হয়।এদিন পুষ্পস্তবক,মাণপত্র দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়। একই সাথে এইদিন বারাবনি বিধায়কের হাত দিয়ে ৩৫০ জন কে এস.টি,এস.সি কাস্ট সার্টি ফিকেট বিলি করা হয়।এই দিন এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ তথা বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ,পশ্চিম বর্ধমান জেলার বনভূমি কর্মাধ্যক্ষ পূজা মাড্ডি, দোমাহানি গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা সিং,উপপ্রধান বাবলু হাঁসদা সহ আরো অনেকে।

Leave a Reply