KULTI-BARAKARSPORTS

স্বপ্ন অলিম্পিকে যোগ দিয়ে পদক আনা, আর্থিকভাবে পিছিয়ে পড়া জাতীয় মহিলা বক্সার ও কোচকে দুবছরের জন্য স্পনসরশিপ দিলো আসানসোলের বেসরকারি শিল্প সংস্থা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৮ জুলাইঃ করোনা আবহের মধ্যে কয়েক দিন টোকিও অলিম্পিক শুরু হয়েছে৷ এই আবহে ক্রীড়াতে উৎসাহ দিতে এগিয়ে এলেন আসানসোলের এক শিল্পপতি ৷ আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলা বক্সারকে স্পনসরশিপের দায়িত্ব নিল মাইথনের এক বেসরকারি ইস্পাত কারখানা কর্তৃপক্ষ হরিয়াণার প্রত্যন্ত গ্রামের মেয়ে মনিকা একজন মহিলা বক্সার৷ আর্থিক অস্বচ্ছলতা সত্বেও অদম্য মনিকা জাতীয় ও আর্ন্তজাতিক বক্সিং প্রতিযোগিতা থেকে ইতিমধ্যেই নানা পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে। বেসরকারি মাইথন অ্যালয় স্টিল কারখানা কর্তৃপক্ষ সংবাদমাধ্যমে খবর দেখে মনিকার সম্ভাবনা ও তার সমস্যার কথা জানতে পারে৷ কারখানার এমডি তথা চেয়ারম্যান সুভাষ আগরওয়াল বলেন, এই প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ালে দেশের হয়ে মুখ উজ্জ্বল করতে পারবে সে ৷ তাই মনিকা ও তাঁর কোচকে দুবছরের জন্য স্পনসরশিপের দায়িত্ব আমরা নিয়েছি৷ তার খাওয়া দাওয়া কোচিং থেকে খেলাধূলার যাবতীয় খরচ যোগাবে সংস্থা৷ তিনি আরো বলেন, তেমন মনে হলে আমরা স্পনসরের মেয়াদ বাড়াবো।


মনিকা হরিয়ানার রাজ্যের চ্যাম্পিয়ন তো বটেই পাশাপাশি আন্তর্জাতিক খেলাধূলায় পদক নিয়ে এসেছে ইতিমধ্যেই ৷ বাবা দিনমজুর ও মা গৃহবধূ। তিন বোনের মধ্যে মনিকা বাড়ির সব থেকে ছোট৷ উল্লেখ্য, দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছেন মহিলা বক্সার মণিকা৷ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা তাকে সম্মানিত করেছে ৷ গত মে মাসে দুবাইয়ে বসেছিল এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর ৷ সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে এই চ্যাম্পিয়নশিপের আসরে সর্বকালের সেরা পারফরম্যান্স দেন ভারতীয় বক্সাররা৷ ঐ চ্যাম্পিয়শিপে ৫১ কেজি বিভাগে রূপোর পদক জেতেন দেশের তারকা বক্সার মেরি কম৷ সেই ১৫ দলের সদস্যের মধ্যে ছিলেন এই মণিকা৷ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগে মনিকা প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ জেতেন৷


মাইথনের ইস্পাত কারখানায় আসানসোল বনিকসভার সদস্যরা এক অনুষ্ঠানের মাধ্যমে মনিকা ও তার কোচ বিজয় হুড্ডাকে সম্বর্ধনা দেন ও চুক্তিপত্র তুলে দেন৷ প্রথমে কমনওয়েলথ গেমসে যাওয় ও পরে অলিম্পিকে যোগদান করে দেশের হয়ে পদক নিয়ে আনার স্বপ্ন রয়েছে মনিকার মধ্যে৷ আগামীদিনে বাংলার প্রতিভাবান খেলোয়ারের পাশে দাঁড়াবারও অঙ্গীকার করেছেন এই সংস্থা৷ সংস্থার দাবি, তারা ক্ষুদ্র শিল্প সংস্থার অংশ হয়েও দেশের প্রতিভাবান খেলোয়ারদের পাশে থাকার চেষ্টা করবে৷

Leave a Reply