ASANSOL

রোটারি ক্লাব অফ রয়েল বেঙ্গল জেলা হাসপাতালে পাঁচটি কনসেন্ট্রেটর দিলো

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রোটারি ক্লাব অফ রয়েল বেঙ্গল শনিবার আসানসোল জেলা হাসপাতালে পাঁচটি কনসেন্ট্রেটর প্রদান করেছে। রোটারি ক্লাবের পদাধিকারিরা আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. নিখিল চন্দ্র দাসের কাছে কনসেন্ট্রেটস তুলে দেন। তিনি রোটারি ক্লাব কে ধন্য়বাদ জানান। এই সময় ক্লাবের সভাপতি সৌম্য নারায়ণ গড়াই, সেক্রেটারি সন্দীপ রায়, প্রাক্তন সভাপতি উজ্জ্বল রাই, কৌস্তভ ব্যানার্জী, সুপ্রদীপ মুখার্জি এবং আরও অনেক রোটারিয়ান উপস্থিত ছিলেন।

Leave a Reply