Bengali NewsPANDESWAR-ANDAL

বাইশে শ্রাবণ পালিত হলো পাণ্ডবেশ্বরে

বেঙ্গল মিরর, কল্যাণ মন্ডল, অন্ডাল : বাইশে শ্রাবণ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস । সাড়ম্বরে সারা পশ্চিমবাংলায় পালিত হচ্ছে বিশ্ব কবি-র স্মরণে বিভিন্ন অনুষ্ঠান । আজকের দিনটি একটু অন্য ভাবে খান্দরার বৃদ্ধাশ্রমে আবাসিকদের সাথে কাটালেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । পাণ্ডবেশ্বর এর বৈদনাথপুর পঞ্চায়েতের নামু পাড়ার একটি ক্লাবের তরফ থেকে এদিন বৃদ্ধাশ্রমে আবাসিকদের ফল মিষ্টি ও টিফিন উপহার দেওয়া হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি এদিন বেশ কিছুটা সময় বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে সময় কাটান । তাদের সাথে কথা বলেন গল্প করেন । বিধায়ক কে কাছে পেয়ে খুশি আবাসিকে রাও । নরেন্দ্রনাথ বাবু জানান অনেকদিন ধরেই এই বৃদ্ধাশ্রমে আসার ইচ্ছা ছিল । আজ সেই ইচ্ছা পূরণ হলো । আবাসিকদের সাথে গল্প করা সময় কাটানো টা বাড়তি প্রাপ্তি বলে জানান তিনি । তিনি বিদ্বাশ্রমের পরিকাঠামো উন্নয়নে সাহায্যের আশ্বাস দেন । সেই সাথে তিনি এক মাসের বিধায়ক ভাতার অর্থ আশ্রমের আবাসিকদের জন্য দেওয়ার প্রতিশ্রুতিও দেন । আশ্রমের পক্ষে প্রকাশ সরকার জানান বিধায়ক আশ্রম এ আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন । তিনি আশায় আমরা খুশি ।

Leave a Reply