ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIA

শিল্পাঞ্চলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল

বেঙ্গল মিরর, আসানসোল, কাজল মিত্র :-  আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ তম প্রয়াণ দিবস শিল্পাঞ্চল জূড়ে পালিত হল। আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে বিএনআর মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমাতে মাল্য়দান করা হয়ে। এখানে পৌর প্রশাসক অমরনাথ চ্য়াটার্জি, সদস্য় পুর্ণশশি রায়,  প্রাক্তন কাউন্সিলার শ্রাবণী মন্ডল, ববিতা দাস, ওএস বীরেন অধিকারী, তাপস কর্মকার, কল্লোল রায় মাল্য়দান করেন। 


অন্য়দিকে রানীগঞ্জের সীতারামজী ভবনে একটি প্রয়ান দিবস স্মরণ সভা অনুষ্ঠিত করা হয় ।স্থানীয় কচিকাচা শিল্পীরাও রবীন্দ্র নাচের  অনুষ্ঠান এর মাধ্যমে এই দিনটি উপস্থাপন করা হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির  উদ্যোগে আয়ােজিত এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, টিএমসি নেতা কাঞ্চন কান্তি তিওয়ারী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি মহাশয়।

এদিন এই কর্মসূচির আয়ােজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটি রানীগঞ্জ শাখার আহবায়ক অদ্বৈত কোনার, অনুষ্ঠান চলাকালীন তাপস ব্যানার্জী কবির জীবন ও রচনা তুলে ধরেন এবং শুধু বাংলা নয় সারা বিশ্বের সাহিত্য ও সাহিত্যের মানুষের উপর তার ভাবনার প্রভাব তুলে ধরেন ।

গীতাঞ্জলি ওয়েলফেয়ার ট্রাস্ট অফিসে বিশ্বরূপ গাঙ্গুলী, জয়পাল সিং ও অন্যান্যরা মাল্যদান করেন।

Leave a Reply