ASANSOL

দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি বয়স্কদের জন্য

বেঙ্গল মিরর, আসানসোল, কাজল মিত্র :-আসানসোল পৌরপ্রশাসক অমরনাথ চ্যাটার্জি ঘোষণা করেছিলেন সত্তরোর্ধ্বদের জন্য দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি শুরু হবে । সেই মতো এদিন আসানসোল পৌরসভার চন্দ্রচুর মন্দির ও সুইডি গ্রামের ২০ নম্বর ওয়ার্ডের বয়স্কদের জন্য দুয়ারে ভ্যাকসিন প্রদানের বাবস্থা করা হয় ।এদিন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবনী মন্ডল নিজে দাঁড়িয়ে থাকে বয়স্কদের দেখে শুনে স্বাস্থ্যকর্মীরা নিজে বয়স্ক ব্যক্তিদের ভ্যাকসিন প্রদান করেন

এদিন তিনি বলেন আসানসোল পৌরসভার উদ্যোগে জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় আমরা প্রশাসকমণ্ডলীর তরফে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পৌর এলাকার যেসকল বয়স্কা মানুষ রয়েছে তাদের করোনার টিকা দেওয়া হবে। আজ আমাদের সুইডি গ্রামেও দেওয়া হল। আজ প্রায় ৩৫০ জন বয়স্ক ব্যক্তিদের টিকা প্রদান করা হল। যতদিন না পর্যন্ত ওয়ার্ডের সমস্ত বৃদ্ধ ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে , ততদিন পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি চলবে ।

Leave a Reply