ASANSOL

নতুন করে পথ চলা শুরু করলো আসানসোল সাইবার থানা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-নতুন করে পথ চলা শুরু করলো আসানসোল সাইবার থানা। আসানসোলে পুলিশ লাইন সংলগ্ন এলাকায় সোমবার এই নতুন রূপে সাইবার থানার ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ‍্য পুলিশের এডিজি সঞ্জয় সিং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর এর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ শেভালে,

এদিন তিনি জানান বিগত বহুদিন থেকেই আসানসোলের সাইবার থানা রয়েছে কিন্তু সেটি পুলিশ লাইন এর ভিতরে থাকায় মানুষের পক্ষে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার কথা মাথায় রেখেই এই নতুন থানা তৈরি হলো। একদমই রাস্তার ধারে এই নতুন মানুষ কিভাবে এই সাইবার থানা থেকে নিজেদের সমস্যাগুলি নথিভুক্ত করতে পারবেন সে বিষয়েও এদিন বিষয়ে জানান কমিশনার।

Leave a Reply