BARABANI-SALANPUR-CHITTARANJAN

উজ্জীবন স্বেচ্ছা রক্তদাতা সমিতির ৩০ তম প্রতিষ্ঠা দিবস

বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : উজ্জীবন স্বেচ্ছা রক্তদাতা সমিতির ৩০ তম প্রতিষ্ঠা দিবস এবং ক্রীড়াপ্রেমী দিবস উপলক্ষ্যে ১৬ আগস্ট রক্তদান শিবিরে ৩৪ জন স্বেচ্ছায় রক্ত দিলেন। এদের মধ্যে ৬ জন মহিলা এবং ২৮ জন পুরুষ। একাধিক পরিবারের মানুষজন একসাথে পিতা পুত্র বা স্বামী স্ত্রী পুত্র  রক্ত দান করলেন। এ বাড়ি উচ্চমাধ্যমিক পাশ করা এক ছাত্রী জীবনে প্রথমবার রক্ত দিল। চার বছর আগেই হিন্দুস্তান কেবলস কারখানাটি বন্ধ হলেও  কেবলসেই সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এই শিবিরে বিশেষ ভাবে উপস্থিত হয়েছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ পবিত্র কুমার গাঙ্গুলী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সমাজকর্মী  ও  সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য্য, পশ্চিম বর্ধমান জেলা রক্তদান সংগঠন গুলির সমন্বয় সমিতির সভাপতি তপন মাহাতো ও সাধারণ সম্পাদক অসীম সরকার এবং রক্তদান আন্দোলনের অন্যতম রাজ্য নেতা কবি ঘোষ  প্রমুখ।

পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উজ্জীবনের প্রধান উদ্যোক্তা মধুসূদন ঘটক। রক্তদান শিবিরের সূচনা করেন চিকিৎসক দিলীপ রায়। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট চিকিৎসক এবং কবি ও চিকিৎসক অসীম কুমার নস্কর সঙ্গীত পরিবেশন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এদিন উজ্জীবনের পক্ষ থেকে পিঠাকিয়ারি হাসপাতালে ভর্তি থাকা ১৫ জন রোগীকে এবং হিন্দুস্তান কেবলস  বৃদ্ধাশ্রমের ১০ জন আবাসিককে ফল মিষ্টি দিয়ে সম্মানিত করা হয়। এই শিবির থেকে সংগৃহীত রক্ত নেয় আসানসোল জেলা ব্লাড ব্যাংক। বিধান উপাধ্যায় আয়োজক সংস্থার আবেদন মেনে শীঘ্রই একটি অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ঘোষণা করেন।

Leave a Reply