ASANSOL

ডামরা উচ্চ বিদ্যালয় মাঠে Football Tournament, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় বিজেতা

বেঙ্গল মিরর ,আসানসোল : আজ খেলা দিবস উপলক্ষে ডামরা উচ্চ বিদ্যালয় মাঠে আর্টি বিদ্যালয়ের ছাত্র লীগ নিয়ে খেলা হল। উদ্বোধক ছিলেন এডিডিএ চেয়ারম্য়ান তাপস বন্দ্যোপাধ্যায় , আসানসোল পৌর নিগম প্রশাসক সদস্য পূর্ণশশী রায়, অভিজিৎ ঘটক, ডিআই অজয় পাল. প্রাক্তন কাউন্সিলার সুকুল হেম্ব্রম। . রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় বিজেতা ও শান্তিনগর বিদ্যামন্দির উপবিজেতা হল। শিক্ষক সংগঠনের সুমিত রায়, দিব্যেন্দু সাহা, রাম প্রকাশ ভট্টাচার্য, অদ্বৈত কোনার, জগদীশ চত্তরজি, এস এন সিংহ, সুনীল ঠাকুর, তুষার ব্যানার্জী, প্রতিভা নাথ রায়, অনূপ দত্তদের আয়োজনে সক্রিয় ভূমিকা ছিলো। অন্য়দিকে আজকে রানীগঞ্জ রবিন সেন স্টেডিয়ামে আসানসোল পৌর নিগম ও নবজাগরণ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু হলো।

Leave a Reply