ASANSOLASANSOL-BURNPUR

বিধানচন্দ্র কলেজে স্বর্গীয় অভিষেক রুইদাসের জন্মদিবস উপলক্ষে রক্তদান

বেঙ্গল মিরর ,আসানসোল : আজ বিধানচন্দ্র কলেজ আসানসোলে স্বর্গীয় অভিষেক রুইদাসের জন্মদিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলেজের অধ্য়ক্ষ ড. ফাল্গুনী মুখার্জী, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সম্পাদক  ভি শিভদাসন দাসু,  আসনসোল পৌরনিগম প্রশাসক সদস্য় অভিজীৎ ঘটক,  উৎপল সেন, সমাজসেবী প্রবীর ধর প্রমুখ। এখানে ৪২ জন রক্তদান করেন। উল্লেখ্য় কলেজের প্রাক্তন জিএস অভিষেকের কিছু দিন আগেই মৃত্য়ু হয়েছিল। তার অসময় চলে যাওয়াতে সবাই শোকাহত।

Leave a Reply