ASANSOL

আসানসোলের জিটি রোডে আতঙ্ক, চলন্ত পুলিশের গাড়িতে আচমকাই আগুন

https://youtube.com/shorts/ygSEUSSGif8?feature=share

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৩ আগষ্টঃ আসানসোলের জিটি রোডে একটি চলন্ত পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটলো। সোমবার দুপুরের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার চেলিডাঙ্গার ভলবো বাস স্ট‍্যান্ড সংলগ্ন এলাকায়। গাড়ির সামনে ইঞ্জিনের সামনে থেকে ধোঁয়া বেরোতে দেখে সঙ্গে সঙ্গে চালক ও অন্য পুলিশ কর্মীরা নেমে পড়েন। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, গাড়িটি আসানসোল দক্ষিণ থানার।


জানা গেছে, অন্যদিনের মতো সোমবার দুপুর আসানসোলের জিটি রোডে টহল দিচ্ছিলো আসানসোল দক্ষিণ থানার একটি পুলিশ গাড়ি। জিটি রোডের চেলিডাঙ্গায় ভলবো বাসস্ট্যান্ডের সামনে হঠাৎই পুলিশের গাড়ির সামনের ইঞ্জিনে আগুন লাগে। গাড়িটির একটি চাকা রাস্তার ধারের ড্রেনের গর্তে আটকে পড়ে। ধোঁয়া দেখে গাড়ি থেকে নেমে পড়েন চালক ও পুলিশ কর্মীরা। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্হলে পৌঁছায় আসানসোল দমকলের একটি ইঞ্জিন। যদিও তার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্হানীয় বাসিন্দারাই। দমকলকর্মীরা জল দিশো আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে দেন। ব‍্যাটারি থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

আক্রমনাত্মক সায়নী ঘোষ, আবার খেলা হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী, আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী

Leave a Reply