ASANSOL

সঞ্জয় মাজির স্মরণে বঙ্কিম নজরুল রবীন্দ্র ক্লাব, আইএনটিইউসি ও ইনমোসা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি আসানসোল : বুধবার সদ্য প্রয়াত ইসিএল এর ওভারম্যান, পর্বতারোহী ও সমাজসেবী সঞ্জয় মাজির স্মরণে বঙ্কিম নজরুল রবীন্দ্র ক্লাব, আইএনটিইউসি ও ইনমোসার যৌথ উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে সভা আয়োজিত হয়. বক্তব্য রাখেন সিটু নেতা কৌশিক হালদার, আইএনটিইউসি নেতা অনিল সিংহ, আইএনটিইউসি নেতা চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়, আসানসোল পুরসভার প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর প্রমুখ.

ক্লাব সম্পাদক বিদ্যুত দাস জানান, সঞ্জয় ক্লাবের অন্যতম মুখ হিসাবে পরিচিত ছিলেন. তার বহুমুখী প্রতিভার মরণোত্তর সম্মান জানাতে এদিনের সভার আয়োজন. আসানসোল পলিটেকনিক কলেজে মাইনিং ইঞ্জিনিয়ারিং, কলকাতা থেকে আরএমপি উত্তীর্ণ হন. তার নেতৃত্বে পলিটেকনিকে উত্তীর্ণ 40 জন পডুয়া ইসিএল এ চাকরিতে নিযুক্ত হয়েছেন. রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন. এ দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলোতপল রায়চৌধুরী.

Leave a Reply