ASANSOL

করোনার তৃতীয় ঢেউ আসার আগে সতর্কতা, আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে ভ্যাকসিন সেন্টার তৈরীর পরিকল্পনা, প্রতিদিন দেওয়া হবে ২০ হাজার মানুষকে

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৫ আগষ্টঃ অক্টোবরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তারজন্য ভ্যাকসিন দেওয়ার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। তাই করোনার তৃতীয় ঢেউকে সামাল দিতে আগাম সতর্কতা নিতে চলেছে আসানসোল পুরনিগম কতৃপক্ষ। কলকাতা পুরসভার মতো আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে একটি করে অর্থাৎ ১০৬টি ভ্যাকসিন সেন্টার তৈরীর মাইক্রো প্ল্যান করা হয়েছে। বুধবার বিকালে আসানসোল পুরভবনের মিটিং হলে এক
সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় ও পুর কমিশনার নিতিন সিঙ্গানিয়া।


পুর কমিশনার বলেন, ইতিমধ্যেই আসানসোল পুরনিগম এলাকায় প্রায় ৩ লক্ষ মানুষ ভ্যাকসিন পেয়েছেন। তারমধ্যে আড়াই লক্ষ মানুষের দুটি ডোজ নেওয়া হয়েছে। বর্তমানে পুরনিগমের তরফে ২০ টি সেন্টার ( ১৩ টি স্থায়ী ও ৭ টি মোবাইল সেন্টার ) থেকে প্রতিদিন ৬ হাজার করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সেই সেন্টারের সংখ্যা বাড়িয়ে ৩৩ টি করা হবে। এই ৩৩ টি সেন্টার থেকে প্রতিদিন ১০ হাজার করে ভ্যাকসিন দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে একটি করে ভ্যাকসিন সেন্টার তৈরির একটা মাইক্রো প্ল্যান নেওয়া হয়েছে। এই ১০৬ টি সেন্টার থেকে প্রতিদিন ২০ হাজার করে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে ও সরকারের কাছ থেকে ভ্যাকসিন চাহিদা মতো পাওয়া গেলে, আগামী একমাস আসানসোল পুরনিগম এলাকায় পূর্ণমাত্রায় ভ্যাক্সিনেশান চলবে। আগামী সোমবার থেকে ১০৬ টি ওয়ার্ডের প্রতিটি সেন্টার চালু করে দেওয়া হবে। তারজন্য যাবতীয় প্রস্তুতি সারা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার করোনা সামলাতে যা যা নির্দেশ দিয়েছে, তা কঠোরভাবে বাস্তবায়িত করা হচ্ছে। পুর কমিশনার আরো বলেন, আসানসোল পুরনিগম এলাকায় দুয়ারে সরকারের ২০০ টি শিবির চলছে। কোন শিবিরের এখনো পর্যন্ত কোন ঘটনা ঘটেনি। প্রতিটা শিবির খুব ভালো ভাবে চলছে। সাংবাদিক সম্মেলনে পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, করোনা ও দুয়ারে সরকারের জন্য রাজ্য সরকারের যা নির্দেশ আছে, সেই মতো কাজ করা হচ্ছে। এখানে বিভিন্ন বণিকসভা কে সম্বর্ধনা দেওয়া হয়ে। ট্রেড লাইসেন্স ক্য়াম্পে সহযোগিতার জন্য়।

সঞ্জয় মাজির স্মরণে বঙ্কিম নজরুল রবীন্দ্র ক্লাব, আইএনটিইউসি ও ইনমোসা

টার্গেট ২০২৪ : সমন্বয় রেখে চলতে হবে সবাইকে, বার্তা জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতির, বিধান সভা ভোটে দলে থেকেও বিরোধিতা, বিধান সভা ধরে তালিকা তৈরী করছে শাসক দল 

Leave a Reply