BARABANI-SALANPUR-CHITTARANJAN

শিশুদের ব্যক্তিগত নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে দেবাশীষ ঘটক স্মৃতি মঞ্চ এর উদ্যোগে কেরাটা প্রশিক্ষণ শিবির এর সূচনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র:– শিশুদের ব্যক্তিগত নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে চিত্তরঞ্জনের ফতেহপুরে অবস্থিত দেবাশীষ ঘটক স্মৃতি মঞ্চ কর্তৃক কেরাটা প্রশিক্ষণ শিবির চালু করা হয়েছে। তৃণমূল নেতা শ্যামল কুমার গোপের সহায়তায় এই শিবিরটি শুরু হয়।এই প্রসঙ্গে শ্যামল গোপ জানান, শটোকান ইন্টারন্যাশনাল কারাটে ফেডারেশন পরিচালিত কারাটে দো প্রশিক্ষণ কেন্দ্র শিশুদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম দিনে, প্রশিক্ষক রমনীবাস সিং এবং তার সহযোগী প্রশিক্ষক সুনীল কুমার রাম, অবধেশ কুমার এবং তুহিন মণ্ডল প্রায় 50 টি শিশুকে বিভিন্ন গুণাবলী শেখান।

এই সময়, কারাটে প্রশিক্ষিত ব্ল্যাক বেল্ট, শুভ্রদীপ সন্ধ্যা, রাজ বাহাদুর, পূজা কুমারী, সোনালী কুমারী ইত্যাদি শিশুদের নিরাপত্তার জন্য অনেক কৌশল দেখিয়েছিলেন। তথ্য অনুযায়ী,কারাটে অ্যাসোসিয়েশন অব বেঙ্গল যা বেঙ্গল অলিম্পিক কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, ওয়ার্ল্ড কারাটে ফেডারেশন এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সাথে যুক্ত। এই প্রশিক্ষণ পেয়ে শিশুরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে সঞ্জয় সিং, অভিষেক দ্বিবেদী, দুলাল চক্রবর্তী, দেবজোতি ঘোষ, রাজেশ কুমার সিং, মিঠুন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

শিল্পে বাংলাকে প্রথমে আনা, এটাই লক্ষ্য আমাদের, হচ্ছে বিনিয়োগ, বাড়বে কর্মসংস্থান, কুচবিহার ও নবদ্বীপকে হেরিটেজ শহর ,পানাগড় শিল্প তালুকে বেসরকারি কারখানার উদ্বোধন করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Rupnarayanpur ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দিনের বেলায় দুঃসাহসিক চুরি

Leave a Reply