ASANSOL

AIHR পক্ষ থেকে শিক্ষক ও বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা 

বেঙ্গল মিরর, আসানসোল ঃ শিক্ষক দিবসের পবিত্র উপলক্ষে অল ইন্ডিয়া হ্য়ায়ুমন রাইটসএর পক্ষ থেকে শিক্ষক ও বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হল। শিবকৃষ্ণ ব্যানার্জী (বিশিষ্ট শিক্ষাবিদ), প্রফেসর  ডঃ প্রভাস কুমার রায় (বিশিষ্ট বিজ্ঞানী), নিহারকান্তি  মুখোপাধ্যায় (প্রাক্তন প্রধান শিক্ষক উখরা, কেভি উচ্চ বিদ্যালয়), নীলাদ্রি মুখোপাধ্যায় (শিক্ষক ডিএভি স্কুল) কে সম্বর্ধনা দেওয়া হলো। উপস্থিত ছিলেন রাজু মুখোপাধ্যায় (উপপ্রধান উখরা গ্রাম পঞ্চায়েত), সুমিত ব্যানার্জী উপস্থিতিতে (ডিরেক্টর দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটাল),  এআইএচআরের চেয়ারম্য়ান বুম্বা মুখোপাধ্য়ায়, সম্রাট সিন্হা, মিঠু মুখার্জি (WB স্টেট বোর্ডের সেক্রেটারি) প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *