ASANSOL

রাজ্য বক্সিং চাম্পিয়নশিপে পশ্চিম বর্ধমানের পূরবী গোল্ড জিতলেন

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। পশ্চিমবঙ্গের বেঙ্গল এমেচার বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিনদিন ধরে কার্শিয়াং অনুষ্ঠিত রাজ্য চাম্পিয়নশিপ প্রতিযোগিতা মঙ্গলবার শেষ হলো। এই প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপের ৪৫-৪৮ কেজি তে হাওড়ার  শ্বেতা ভরতদ্বাজ কে হারিয়ে পশ্চিম বর্ধমানের রুপনারায়নপুর এর বাসিন্দা পূরবী কর্মকার মঙ্গলবার সোনা জিতে নেন।

একই সঙ্গে তিনি এলিট ওমেন চ্যাম্পিয়নশিপ খেতাব অর্জন করেন বলে তার বাবা এবং তারপর প্রহ্লাদ কর্মকার জানান। গত পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে ১৫০ জন সারা রাজ্যের প্রতিযোগী যোগ দিয়েছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য সিনিয়ার গ্রুপে আসার আগে পূরবী দুবার জাতীয় স্তরে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক পেয়েছিল। এই খবর পেয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বারাবনির বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় । করোনার সময় তার প্র্যাকটিসের ক্ষেত্রে নানান ভাবে তিনি পাশে দাঁড়িয়েছিলেন।

Leave a Reply