ASANSOLBengali News

প্রাতঃভ্রমণে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হলো এক ঔষধ ব্যবসায়ীর

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৮ সেপ্টেম্বরঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হলো এক ঔষধ ব্যবসায়ীর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার রাহালেনের কাছে শনি মন্দিরের কাছে। আসানসোলের এসবি গরাই রোডের এপিসি পল্লীর বাসিন্দা মৃত ঔষধ ব্যবসায়ীর নাম বিন্দেশ্বর সিং (৬৬)।

accident sample


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে অন্যদিনের মতো বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রাহালেনর ঔষধ ব্যবসায়ী বিন্দেশ্বর সিং। রাহালেনের কাছে শনি মন্দিরের রাস্তায় একটি মোটরসাইকেল বেপরোয়া ভাবে এসে তাকে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালের নিয়ে আসা হয়। পরে তার মৃত্যু হয়।

দূর্গাপুরে চাঞ্চল্য, ডিউটি ফেরত নার্সকে ধর্ষনের চেষ্টা, ধৃত দুই

Leave a Reply