BARABANI-SALANPUR-CHITTARANJAN

দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারের শিবিরে, স্বাস্থ্য সাথী কার্ড করতে মানুষের ঢল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সরকারি বিভিন্ন সুবিধা উপভোগ করতে রাজ্য সরকারের দ্বারা সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে দুয়ারে সরকারের শিবিরের আয়োজন করা হচ্ছে।যেখানে লক্ষী ভান্ডার, কৃষাণ ক্রেডিট কার্ড, শিক্ষাশ্রী, যুবশ্রী ,খাদ্য সাথী সহ স্বাস্থ্য সাথী কার্ড বানানোর সুবিধা রয়েছে এই কার্ডের দ্বারা সাধারণ মানুষ ৫লক্ষ টাকা বছরে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে আর তাই এই সুবিধার উপভোগ নিতে স্বাস্থ্য সাথী কার্ডের শিবিরে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে।মঙ্গলবার এমনি চিত্র দেখা গেলো দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে।

সকাল থেকেই বৃষ্টির মধ্যে দিয়ে সারি সারি লাইনে দাড়িয়ে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য পরিবারের সদস্যরা উপস্থিত হন। মানুষ যাতে ভালো ভাবে এই সুবিধার উপভোগ করতে পারে তার জন্য পঞ্চায়েত উপপ্রধান রঞ্জন দত্ত এবং সদস্য চন্দন রজক, তৃণমূল নেতা শঙ্কর ঘোষ সাধারণ মানুষের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন। এই প্রসঙ্গে পঞ্চায়েতের উপ প্রধান রঞ্জন দত্ত জানান কাল এই পঞ্চায়েতে অন্তিম দুয়ারে সরকারের শিবির অনুষ্ঠিত হবে তাই লক্ষীর ভান্ডার ফর্ম ফিলাপ করতে হলে স্বাস্থ্য সাথী কার্ডের একান্তভাবে প্রয়োজন রয়েছে,এখন অনেক মহিলা রয়েছে যারা স্বাস্থ্য সাথী কার্ডের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ভরতে পারেনি তাই তড়িঘড়ি বাকি থাকা প্রায় ৪০০টি স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করা হচ্ছে তাছাড়া এই কার্ডের দ্বারা ভালো ভালো হাসপাতালে সাধারণ মানুষ জন চিকিৎসা করাতে পারবে ।

স্বর্গীয় স্বামীর প্রয়াণ দিবসে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে স্বামীকে শ্রদ্ধা জানালেন ডঃ রীতা নাগ

সালানপুর জিৎপুর গ্রামে পালিত হল আদিবাসী ঘাঁটওয়াল সমাজের কর্মা উৎসব