Burnpur এ সিবিআই অভিযান
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলে ফের সিবিআই ( CBI) অভিযান। অবৈধ কয়লা পাচার মামলায় বুধবার বিকেলে বার্নপুরের রামবাঁধ এলাকায় সিবিআই -এর অভিযান। দুটি গাড়িতে সিবিআই অফিসাররা অবসরপ্রাপ্ত এক সিআইএসএফ( CISF) ইন্সপেক্টরের রামবাঁধের বাড়িতে অভিযান চালায়। সিআরপিএফ( CRPF) পুরো বাড়ি ঘেরাও করে রাখে। সন্ধ্যা পর্যন্ত সিবিআই আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/09/img-20210922-wa00485933491202019813847-500x375.jpg)
সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে, CISF এর ওই জওয়ান সেল আইএসপি( SAIL- ISP) বার্নপুর কারখানায় কর্মরত থেকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন । তবে তার বিরুদ্ধে উর্ধ্বতন আধিকারিকের যোগসাজশে কারখানা থেকে জিনিসপত্র চুরির অভিযোগও ছিল। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হয় কিন্তু পরে সেই তদন্ত অজ্ঞাত কারণে ঠান্ডা ঘরে চলে যায়। জানা গিয়েছে উক্ত জওয়ানের শ্বশুরবাড়ি বার্নপুরে এবং তিনি প্রথমে রিভারসাইড রোডে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন, পরে তিনি রামবাঁধে বসবাস শুরু করেন। তিনি ভিলাই রাউরকেলা স্টিল প্লান্টেও কাজ করেছেন এবং কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির অধিকারী তিনি।
যদিও তার আদি গ্রাম মালদাতে। সেখানে তার অনেক আমের বাগান আছে বলেও শোনা যাচ্ছে। বিহার – ঝাড়খণ্ডেও তার সম্পত্তি রয়েছে। মুর্শিদাবাদে তার যাওয়া আসা রয়েছে যেখান থেকে পশু পাচারকারী এনামুল হকের সঙ্গে তার যোগাযোগ থাকার অনুমান করা হচ্ছে এবং কয়লা চোরাচালানকারী লালার সাথে তার যোগাযোগ ছিল কিনা সেবিষয়ে সিবিআই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।