ASANSOL

বাথানবাড়ি ফুটবল ময়দানে একদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন

বেঙ্গল মিরর,কাজল মিত্র :-স্বর্গীয় মানিক উপাধ্যায় এবং স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে বাথানবাড়ি জি.এস.এস ক্লাবের পরি চালনায় আয়োজিত হলো এক দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার।যেই খেলার মোট আটটি দল অংশ গ্রহন করেন।এই প্রতিযোগিতার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় নীতিশ ইলেভেন বনাম বাথানবাড়ি ইয়ং স্টার ক্লাবের মধ্যে।ফাইনালে খেলায় পেনাল্টি শর্ট আউটে নীতিশ ইলেভেন জয়লাভ করে।এই খেলায় প্রথমস্থান অধিকারী দলকে ১২হাজার টাকা ও একটি কাপ এবং দ্বিতীয়স্থান অধিকারী দলকে ৯ হাজার ও একটি কাপ প্রদান করা হয়।তাছাড়া ফাইনালে দুটি দলকে ইন্ডিভিজুয়াল পুরস্কার প্রদান করা হয়।


যেই খেলায় মুখ্য অতিথি রূপে উপস্থিত হন যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায়,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উৎপল ঘোষাল, জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্ম কার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,দেন্দুয়া পঞ্চায়েত উপপ্রধান রঞ্জন দত্ত,দেন্দুয়া আঞ্চলিক কমিটির তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ তেওয়ারী।


এই খেলা প্রসঙ্গে জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান বলেন এই বাথানবাড়ি গ্রামে প্রতি বছর ভালো খেলা হয়।প্রতিটি ক্লাবের উচিত এমন খেলার আয়োজন করার।যুব সমাজকে খেলা ধূলায় আগ্রহ করতে আরো বেশি করে প্রতিযোগিতার আয়োজন করতে হবে তার জন্য দলের তরফে যা কিছু সাহায্য দরকার পড়বে সেই গুলো আমরা করবো।তাছাড়া এদিন খেলায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা বিমল গোরাই,কাঞ্চন লাহা,সিতারাম মারান্ডি, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সুশান্ত হেমরম,শঙ্কর ঘোষ, নরেন্দ্র খোসলা,বিষ্ণু বাহাদুর তাছাড়া ক্লাবের সদস্য দের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশীষ হেমরম,ভরত সিং,বিপ্লব মারান্ডি,সুজিত গরায় সহ আরো অনেকে ।

Leave a Reply