মুক্তাইচণ্ডীতে ফুলের বাগান উদ্বোধন করেন বিধায়ক, আনন্দ মেলা কমিটির গঠন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতের অন্তর্গত মা মুক্তাইচণ্ডী পাহাড়ে এমজিএনআরজিএস তহবিল থেকে তৈরি হওয়া একটি ফুলের বাগান এর উদ্বোধন করেন বারাবানি বিধায়ক বিধান উপাধ্যায়। একই সঙ্গে, তৃতীয়বার বিপুল ভোটে বিধান উপাধ্যায়কে জয়ী করার এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার আনন্দে, মুক্তচণ্ডী আনন্দ মেলা কমিটির তরফ থেকে বারাবনি বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়কে ফুল ও মোমেন্ট দিয়ে অভিনন্দন জানানো হয়। তাছাড়া একই দিনে আনন্দমেলা কমিটি গঠনের দুই বছর পূর্ণ হওয়ার পর, কমিটি পুনর্গঠিত হয়, যেখানে কমিটির সভাপতি হিসেবে দয়াময় দাস ও সম্পাদক জনার্দন মন্ডল হিসেবে
নবনির্বাচিত সদস্যদের তাদের দায়িত্ব দেওয়া হয় এবং তারা শপথ গ্রহণ করে।
বিধান উপাধ্যায় বলেন, আনন্দ মেলা কমিটি সামাজিক এলাকায় অনেক কাজ করেছে এবং কমিটি সবসময় এলাকায় সামাজিক কাজের সঙ্গে যুক্ত,মা মুক্তচণ্ডী পাহাড় ফুলের বাগান নির্মিত হয়েছে যা সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে, আমাদের মুখ্যমন্ত্রী বলেন মা মুক্তচণ্ডী, পানিফালা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। কমিটিতে আগের সদস্যরা যেমন কাজ করেছেন, তেমনি নতুন সদস্যরাও ভালো কাজ করবে। এসময় জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সদস্য কৈলাশপতি মণ্ডল, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, ইসিএল সালানপুর এলাকার জিএম এমনন্দী, ডাবর কলিয়ারি এজেন্ট এম এম কুমার, সামডি পঞ্চায়েত প্রধান জনার্দন মণ্ডল, উপ প্রধান অনামিকা মণ্ডল , গৌরাঙ্গ তেওয়ারী, অসীম মন্ডল ,বিনা দে,সহ আনন্দ মেলা কমিটির সকল নতুন এবং পুরাতন সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।