ASANSOL

জেলায় ভার্চুয়াল ৫ টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পঞ্চমীর বিকেলে পশ্চিম বর্ধমান জেলায় ৫ টি দূর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন। তার মধ্যে আসানসোলের তিনটি পূজো রয়েছে। বাকি দুটো দূর্গাপুরের। প্যান্ডেলের ভার্চুয়াল উদ্বোধন করেন। আসানসোলের তিনটি পুজো হলো আপকার গার্ডেন সার্বজনীন দুর্গাপূজা কমিটি,
কল্যাণপুরের কে সেক্টর, কোর্ট রোড দুর্গাপূজা কমিটি।

আপকার গার্ডেন সার্বজনীন দুর্গাপূজা কমিটি প্রাঙ্গণে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের সময় পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ ও আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তম উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক , প্রাক্তন কাউন্সিলর সুবর্ণা রায়, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চট্টোপাধ্যায়। এদিন পুজো উদ্বোধনের পরে আসানসোল পুলিশের তরফে আপকার গার্ডেন পুজা প্রাঙ্গনে দুস্থদের পুজো উপলক্ষে নতুন জামাকাপড় দেওয়া হয়।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দূর্গাপুরে যে দুটি পুজোর উদ্বোধন করেন সেগুলি হলো সিটি সেন্টারের চতুরঙ্গ দূর্গাপুজো কমিটি ও গোপালমাঠ যুব মহল
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিন পরে কলকাতায় বিভিন্ন পূজা প্যান্ডেলের উদ্বোধন করেছেন। পঞ্চমীর বিকালে তিনি ভার্চুয়াল দুশোটির বেশি পুজো গোটা বাংলা জুড়ে উদ্বোধন করেন।