PANDESWAR-ANDAL

মহাদশমীর দিনেই এক অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষত-বিক্ষত দেহকে ঘিরে চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি : মহাদশমীর দিনেই এক অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষত-বিক্ষত দেহ কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার এই ঘটনাটি লক্ষ্য করা যায় পাণ্ডবেশ্বর থানা এলাকার টুমনি নদী সামনে, 60 নম্বর জাতীয় সড়কের ধারে। এদিন সকাল বেলাতেই স্থানীয়রা ক্ষতবিক্ষত ওই দেহটি দেখতে পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশকে খবর দেয়। আর এই ঘটনার খবর পাওয়ার পরপরই পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

বছর 45 ওই ব্যক্তির দেহ সেখানে কিভাবে এলো ও ক্ষতবিক্ষত ওই দেহটি কার , তা নিয়েই উঠেছে প্রশ্ন। স্থানীয় এলাকার প্রত্যক্ষদর্শীদের অনুমান কেউ বা কারা ঐ ব্যক্তি কে অন্যকোথাও মেরে সেখানে ফেলে দিয়ে গেছে। শুক্রবার সকালের এই ঘটনার পরই পুলিশ সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে। ঐ যুবকটির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মহাদশমীর দিনে এই ধরনের হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খনি এলাকায়।

Leave a Reply