ASANSOL

West Bengal এ গুটখা, পান মসলার উপর নিষেধাজ্ঞা, জানুন কবে থেকে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিমবঙ্গে গুটখা পান মসলার উপর নিষেধাজ্ঞা। রাজ্য সরকার রাজ্যে গুটকা , পান মশলা এবং নিকোটিন সম্বলিত মাদকদ্রব্য বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে, এই আদেশ ২০২১ সালের ৭ নভেম্বর থেকে কার্যকর হবে।

রাজ্যের খাদ্য নিরাপত্তা বিভাগের কমিশনার তপন কান্তি রুদ্রের জারি করা নির্দেশ অনুসারে, খাদ্য সুরক্ষা আইন ২০০৬ এর অধীনে তামাক এবং নিকোটিনযুক্ত গুটখা এবং পান মসলা পাওয়া যায়। এটা শরীরের জন্য ক্ষতিকর। সেজন্য এগুলিকে রাজ্যে নিষিদ্ধ করা হচ্ছে। বর্তমানে এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য প্রযোজ্য হবে। জনগণ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply