ASANSOL

পুলিশ কমিশনার ছটঘাট পরিদর্শন করলেন, দিলেন প্রয়োজনীয় নির্দেশ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত:
লোকআস্থার মহাপর্ব ছটের প্রস্তুতি চলছে জোরকদমে, পুলিশ প্রশাসনও ছট পূজার প্রস্তুতি চূড়ান্ত করতে ব্যস্ত। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার এন সুধীর কুমার রবিবার আসানসোলের কাল্লা প্রভু ছট ঘাট, শতাব্দী পার্কের ছট ঘাট সহ বিভিন্ন ঘাটপরিদর্শন করেন।
আসানসোলের কাল্লা প্রভু ছট ঘাট ও শতাব্দী পার্কে পৌঁছানোর পরে, তিনি ছট পূজা সংক্রান্ত সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করার জন্য পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

ছট ঘাটে আগত ভক্তদের সুযোগ-সুবিধার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গুঞ্জন পার্কের ছট ঘাটে বিপুল সংখ্যক ছট ব্রত রাখা মানুষের সমাগম হয়। তাই সেইসব মানুষের সুযোগ-সুবিধা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। পুলিশ কমিশনার এন সুধীর কুমার বলেন যে সমস্ত ছট ঘাটে প্রস্তুতি চলছে এবং তাদের উপর নিয়মিত নজরদারি করা হচ্ছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন থেকে শুরু করে আলোকসজ্জা, সব ব্যবস্থাই করা হচ্ছে ছট ঘাটের। ঘাটে আগত ছট ভক্তদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সেজন্য পুলিশ প্রশাসনের প্রচেষ্টা। এর পাশাপাশি, ছট পুজোর সময় কোভিড-১৯ নির্দেশিকা যাতে মেনে চলা হয় সেবিষয়ে তৎপর থাকবে পুলিশ ।

কাল্লা প্রভু ছট ঘাটে সমাজসেবী কৃষ্ণ প্রসাদ পুলিশ আধিকারিকদের সাথে আলোচনা করেন। তিনি বলেন এই ঘাটে ভক্তদের সুবিধার জন্য সব কিছুই ব্যবস্থা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *