PANDESWAR-ANDAL

পাণ্ডবেশ্বর বিধায়ক এর উদ্যোগে শাড়ি সহ ছট পূজোর সামগ্রী বিতরণ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : আস্থার মহাপর্ব ছটপূজা শাড়ি সহ ছট পূজোর সামগ্রী বিতরণ করা হলো পাণ্ডবেশ্বর বিধায়ক এর উদ্যোগে । মঙ্গলবার সকালে ইছাপুর অঞ্চলে অনুষ্ঠিত হয় ওই কর্মসূচি ।আগামী বুধবার ছট পুজো । পুজোর প্রস্তুতি চলছে সর্বত্র । মূলত হিন্দিভাষী দের উৎসব হলেও এই উৎসবে শামিল হন সব ভাষা-ভাষীর মানুষ জন । খনি এলাকায় প্রচুর সংখ্যক হিন্দিভাষী মানুষের বসবাস ।প্রতিবছর এই অঞ্চলের ছট পুজো ঘিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় ।

সোমবার বাকোলা ইন্দাচক এলাকায় প্রায় তিন হাজার মহিলার হাতে নতুন শাড়ী সহ পূজোর সামগ্রী বিতরণ শুরু হয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে । বিধানসভার অধিবেশন থাকায় নরেন্দ্রনাথ বাবু এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন না । তাই শাড়ি পূজোর সামগ্রী সহ ডালা এলাকার মহিলাদের হাতে তুলে দেন নরেন্দ্রনাথবাবুর কন্যা সুমেধা চক্রবর্তী । এদিন বিধায়ক কন্যা সুমেধা চক্রবর্তী জানান, পাণ্ডবেশ্বর বিধানসভার সর্বত্র এই ধরনের কর্মসূচি করা হবে।