BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর ব্লক অফিসে আদিবাসী সমাজের বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-নিজেদের জাতি সত্তার আন্দোলনে নামল সালানপুর ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।মঙ্গলবার আদিবাসী সমাজের সালানপুর ব্লক আদিবাসী সাওসর গাঁওতা শাখার পক্ষ থেকে সালানপুর ব্লক দফতরের মোট ১২ দফা দাবির স্মারকলিপি প্রদান করা হয়।সঙ্গে চলে সংগঠনের বিক্ষোভ কর্মসূচি।এদিন সহস্র আদিবাসী সমাজের মানুষ ধামসা মাদল ,তীর ধনুক, বল্লব,হয়ে তরোয়াল নিয়ে একত্রিত হয়ে সমাজের পক্ষ থেকে রূপনারায়নপুর নান্দনিক হল থেকে ব্লক অফিস পর্যন্ত একটি বিক্ষোভ রেলির মধ্যে দিয়ে ব্লক কার্যালয়ে গিয়ে স্বারক লিপি প্রদান করা হয়।

 আদিবাসী সমাজের বিক্ষোভ


যেখানে জানানো হয়েছে জও সালানপুর ব্লক আদিবাসীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন,আদিবাসীদের সংস্কৃতি চিরায়ত জীবন জীবিকার উপর খুবই আঘাত আসছে, আগামী দিনে আদিবাসীদের জীবন জীবিকা ও অস্তিত্ব যাতে অক্ষুণ্ণ থাকে এবং আদিবাসীদের উন্নয়নের জন্য সরকারী প্রকল্প ও সাংবিধানিক থেকে বঞ্চিত না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সেইসব নিয়ে
আদিবাসী দের তরফে যেসকল দাবিগুলি করা হয়েছে সেগুলি হল


১. খাস জমি দখলকারী আদিবাসীকে উচ্ছেদ করা চলবে না।
২.খাস জমি দখলকারী ও গ্রামের আদিবাসীকে পাট্টা দিতে হবে।
৩. অ এস.টি. কে এস.টি. ( ST )প্রমাণপত্র দেওয়া বন্ধ করতে হবে ।
৪. আদিবাসী গ্রামের শ্মশান কে রেকর্ড করতে হবে
৫. আর . এস . ( RS ) রেকর্ডে নাম থাকা সত্বেও L.R. রেকর্ডে নাম উঠছে না কেন ?
৬.সালানপুর ব্লক- এর সরকারী বন ধ্বংস করা চলবে না ।
৭. জাহের থানকে সংরক্ষণ ও মাহী স্থান নির্মাণের ব্যবস্থা করতে হবে।
৮ . মাঞ্জহি প্রথা কে মান্যতা দিতে হবে।
৯.আদিবাসী সাঁওতাল মেয়েকে গ্রাম্য মাঞ্জহি ছাড়া কোর্ট বিবাহ চলবে না।
১০. সিধু কানহু স্থূল দিবস ( ৩০ জুন এ সরকারী ছুটি ঘোষণা করতে হবে।
১১.৯ ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে সরকারী ছুটি দিতে হবে।
১২. মাঞ্জহি,জগমাঝি,গূডেত , নাইকি পারানি ,ভদদের পেনশন চালু করতে হবে।


এদিন আদিবাসী সমাজের পক্ষ থেকে মতিলাল সরেন জানান সালানপুর ব্লক আধিকারিক অদিতি বসুর কাছে আজ ১২ দফা ডেপুটেশ দেওয়া হল ।তিনি আশ্বাস দিয়েছেন তাদের দাবিগুলো উচ্চতর আধিকারিক এর কাছে পাঠাবেন এবং ব্যাবস্থা নেবেন ।এদিন এই ডেপুটেশ কর্মসূচি তে উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের সম্পাদক সুশীল টুডু,সভাপতি স্বপন মারান্ডি, আদিবাসী কার্ডিনেসন কমিটির সভাপতি বাবুরাম টুডু, সহ একাধিক আদিবাসী সম্প্রদায়ের মহিলা ও পুরুষ।

Leave a Reply