DURGAPUR

সেনার গোয়েন্দা বিভাগের তৎপরতায়, মানকরে ভুয়ো সেনা জওয়ান আটক

বেঙ্গল মিরর, তনুশ্রী চৌধুরী, দূর্গাপুর : ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগের জওয়ানদের তৎপরতায় এক ভুয়ো সেনা জওয়ান আটক হলো বুদবুদের মানকরে। পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি মঙ্গলবার বুদবুদের মানকর স্টেশনের কাছে এক যুবতীকে রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে চাকরি দেওয়ার জন্য ডাকে। এক যুবকের সাথে ওই যুবতি স্বপন মন্ডলের সাথে দেখা করতে আসেন। স্বপন মন্ডল সেনার উচ্চ পদস্ত জওয়ানের পোশাক পরে আসে। সেনা সূত্রে জানা গেছে ওই ব্যক্তি ২০১২ সালে সেনার চাকরি ছেড়ে পালিয়ে যায়।সেনা থেকে ওই ব্যক্তিকে ভাগোড়া তকমা দেওয়া হয়েছিলো। সেনার পোশাক পরে মঙ্গলবার পুলিশে চাকরি দেওয়ার নাম করে ১৩জনকে ডাকা হয়েছিলো।

ভুয়ো সেনা  জওয়ান আটক


মানকর স্টেশনের সামনে চাকরি দেওয়ার বিষয়ে কথা বলার সময় সেনার গোয়েন্দা বিভাগের কর্মীরা পারাপার করছিলেন। তাদের দেখে সন্দেহ হলে সেনার পোশাক পরা স্বপন মন্ডল কে জিজ্ঞাসাবাদ করা শুরু করলে স্বপন মন্ডল স্কুটি নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে পানাগড় সেনা ছাউনির ১নম্বর গেটের কাছে তাকে আটক করে সেনার গোয়েন্দা বিভাগের কর্মীরা।
তাকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার সন্ধ্যায় বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা কর্মীরা।
স্বপন মন্ডল নামের ওই ভুয়ো সেনা জয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।আটক করা হয়েছে তার স্কুটি টিও।

Leave a Reply