LatestWest Bengal

আইনজীবীদের জন্য এক গুচ্ছ ঘোষণা আইনমন্ত্রীর

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য : জেলা থেকে আসা আইনজীবীদের অনেকেরই কলকাতায় মাথা গোঁজার ঠাঁই না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয় । তাঁদের জন্য রাজ্য সরকার শহরে আবাসনের ব্যবস্থা করবে বলে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ঘোষণা করেন আইনমন্ত্রী মলয় ঘটক । উচ্চবিত্ত , মধ্যবিত্ত ও নিম্নবিত্ত — এই তিন শ্রেণিতে ভাগ করে আইনজীবীদের জন্য আবাসনের আশ্বাস দেন মন্ত্রী । সদ্য আইনের পেশায় যোগ দেওয়া যুবক – যুবতীদের এক বছরের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল সরকার ।


পশ্চিমবঙ্গের ESI হাসপাতালগুলি সেরা সম্মান পেতে চলেছে

আইনমন্ত্রী জানান , সেই ভাতার মেয়াদ দু’বছর করার ব্যাপারে সুপারিশ করা হয়েছে । পাশাপাশি , হাইকোর্টের বারগুলির পরিকাঠামো আরও বাড়ানো হবে বলেও জানান তিনি । বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে এ দিন দুপরে আইনমন্ত্রী মলয় ঘটক হাইকোর্টে আসেন । তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ও রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব । এ বারের ভোটে তৃণমূলের সমর্থনে দাঁড়ানো প্রার্থীদের সঙ্গে সবার পরিচয় করানো হয় । একটি মিছিলও করা হয় তৃণমূলপন্থী আইনজীবীদের নিয়ে ।

এ বার তৃণমূলের তরফে বর্ষীয়ান আইনজীবী , সদার আমজাদ আলিকে সভাপতি পদের জন্য দাঁড় করানো হয়েছে । সম্পাদক পদে বিশ্বব্রত বসু মল্লিক লড়াই করবেন । বিভিন্ন পদের জন্য লড়া ১৫ জন প্রার্থীর নামের তালিকা এ দিন প্রকাশ করা হয় । ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ভোটদান পর্ব চলবে । ভার্চুয়াল শুনানির কথা মাথায় রেখে বারের প্রতিটি ঘরে একটি কম্পিউটার বসিয়ে যাতে অনলাইনে সেখান থেকে মামলায় যোগ দেওয়া যায় , সেই ব্যবস্থা করার কথা মন্ত্রীকে জানানো হয় । একই সঙ্গে ওয়াইফাই , পরিকাঠামো উন্নয়নের সঙ্গে পড়াশোনার পরিবেশ , স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখতে সরকারের একগুচ্ছ পরিকল্পনার কথা মন্ত্রী জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *