ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

পশ্চিম বর্ধমান ভারত সেবা আশ্রম সংঘের অন্তর্ভুক্ত মাতৃ মন্ডলীর ১৪ তম বার্ষিক সম্মেলন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-ভারত সেবা আশ্রম সংঘের অন্তর্ভুক্ত হিন্দু মন্দির ১৪তম মাতৃ মন্ডলী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় চিত্তরঞ্জন হিন্দু মিলন মন্দির প্রাঙ্গনে।এর প্রতিষ্ঠাতা হলেন শ্রীমত স্বামী প্রেমানন্দ জী মহারাজা। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমের মুখ্য প্রশাসক অমর নাথ চ্যাটার্জী।

মাতৃ মন্ডলীর


তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় হিন্দু মিলন মন্দিরের মুখ্য সংগঠক শ্রীমত স্বামী গুরুপদ নন্দজী মহারাজা,দুর্গাপুর আশ্রমের অধ্যক্ষ তথা পশ্চিম বর্ধমান হিন্দু মিলন মন্দিরের সভাপতি শ্রীমত স্বামী আত্মস্থা নন্দজী মহারাজা এবং পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক দিলীপ কুমার সাহা সহ ১৭টি মন্দিরের প্রতিনিধিরা।এদিন সন্মেলনে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে পত্রিকা উন্মোচন করা হয়।তার পাশাপাশি সংগঠন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়,তাছাড়া আরতি, ভোগ,প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সন্মেলন সম্পন্ন হয়।

Leave a Reply