ASANSOL

প্রত্যয়ের উদ্যোগে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রক্তদানের অন্য এক নাম মহাদান। আর এই ভাবনাকে পাথেয় করে শনিবার আসানসোলের গোধুলি মোড়ে অবস্থিত মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন কর্তৃক নির্মিত রক্তদানের জন্য নির্দিষ্ট ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

সামাজিক সংগঠন প্রত্যয়ের পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরে সমাজসেবী শর্মিলা বন্দ্যোপাধ্যায়, আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড: নিখিল চন্দ্র দাস, প্রত্যয়ের সচিব শিবিরের উদ্বোধন করেন এবং রক্তদাতাদের শংসাপত্র দান করেন। এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রবিউল ইসলাম, ববিতা দাস, রক্তদান আন্দোলনের অসীম সরকার প্রমুখ। ওই ক্যাম্প থেকে ১৮ ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়।

এই উপলক্ষে শর্মিলা ব্যানার্জি বলেন, রক্তদানের চেয়ে বড় কোনো দান নেই। রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল জেলা হাসপাতালে একটি অত্যাধুনিক মেশিন বসানো হয়েছে, যাতে এক ইউনিট রক্ত ​​তিনজনের জীবন বাঁচাতে পারে। তিনি সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।ওই শিবিরে উপস্থিত সকলেই বলেন, রক্তদান করলে যেমন রক্ত ​​গ্রহীতার উপকার হয়, তেমনি রক্তদাতাও শারীরিকভাবে উপকৃত হন।