ASANSOL

তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি ঃ বারাবনি বিধানসভার জামুরিয়া ব্লক এর চুরুলিয়া  মধুডাঙ্গা কাজী নজরুল মহাবিদ্যাপীঠ কলেজে  আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই রক্তদান শিবিরে প্রায়ই কুড়িজন রক্তদাতা নিজের রক্ত  প্রদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ভাইস চেয়ারপার্সন ও বিবি কালেজের অধ্য়ক্ষ ড.  অমিতভা বসু, আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড: নিখিল চন্দ্র দাস, কলেজের প্রিন্সিপাল 

এছাড়াও উপস্থিত ছিলেন বরুণ কুমার তিওয়ারি বারাবনি যুবশক্তি,,তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিনব মুখার্জিশিলাদিত্য রায়,,সাহেব আব্বাস,,মোহাম্মদ রাজা,,শচীন বাউরী, প্রমুখ।

Leave a Reply