Bengali NewsRANIGANJ-JAMURIA

১ কোটি ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কাঁকসা থানায় ধৃত জামুড়িয়ার যুবক

বেঙ্গল মিরর, তনুশ্রী চৌধুরী, দুর্গাপুর : প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কাঁকসা থানার পুলিশ জামুড়িয়ার এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অভিনব দোকানিয়া। তিনি একটি সংস্থাকে আয়রন ইনগট দেওয়ার নাম করে অর্থ নিয়ে আর তা দেননি বলে অভিযোগ।

ধৃত অভিনব দোকানিয়া, জামুড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সম্পাদক প্রদীপ দোকানিয়ার ছেলে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর শহর জুড়ে। ধৃত কে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Leave a Reply