ASANSOLBengali News

আসানসোল দক্ষিণ থানার পুলিশের মানবিক মুখ, কালিপাহাড়ির মানুষদের শীতবস্ত্র ও শিশুদের চকলেট বিলি

বেঙ্গল মিরর, আসানসোল, দীপ সেন ও রাজা বন্দোপাধ্যায়* : কিছুদিন আগেই হয়ে নিম্নচাপের জেরে বৃষ্টিতে আসানসোলের কালিপাহাড়ি এলাকার হাজার হাজার মানুষের বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ায় বহুমানুষ গৃহহীন হয়ে পড়েন। খাদ্য সংকট ও বস্ত্র সংকটে রয়েছেন অনেক মানুষ। এদিকে ডিসেম্বরের শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এমন একটা সময়ে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ থানা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় কালিপাহাড়ির মানুষদের পাশে দাঁড়লো। রবিবার পুলিশের তরফে তাদের শীতবস্ত্র বিতরণ করা হয়।

এদিন আসানসোল দূর্গাপুর পুলিশে এসিপি ( সেন্ট্রাল) মানবেন্দ্র দাস, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে টাউন অফিসার মদন মোহন দত্ত, সেকেন্ড অফিসার বুদ্ধদেব গুই সহ অন্যান্য পুলিশকর্মীরা কালিপাহাড়ি এলাকায় আসেন। তারা কালীপাহাড়ি এলাকার মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন। এসিপি (সেন্ট্রাল) ও আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ এলাকার শিশুদের চকলেট ও অন্যান্য জিনিস বিলি করেন । প্রবল শীত শুরু হাওয়ার প্রাক্কালে এই মানবিক উদ্যোগ নেওয়ার জন্য পুলিশের প্রশংসা করেছে শহরের বাসিন্দারা। পুলিশ পাশে দাঁড়ানোয় এলাকার বাসিন্দারাও খুশি।

Leave a Reply