ASANSOL

বিবাহবার্ষিকীতে অন্য ভাবনা, আসানসোল জেলা হাসপাতালে রোগী ও হোমের আবাসিকদের সঙ্গে সস্ত্রীক সহকারী সুপার

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দীপ সেন, আসানসোল, ১১ ডিসেম্বরঃ নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন একবারে অন্য ভাবনায় আসানসোল জেলা হাসপাতালের সস্ত্রীক এ্যাসিস্টেন্ট বা সহকারী সুপার ভাস্কর হাজরা। শনিবার নিজের বিবাহবার্ষিকীর দিন সকালে ভাস্কর হাজরা স্ত্রী আসানসোল জেলা হাসপাতালের নার্স সঙ্গীতা চট্টোপাধ্যায়কে নিয়ে চলে আসেন আসানসোলের ইসমাইলে রাজ্য সরকারের অনুমোদিত ” স্বশক্তি স্বধার গৃহ ” বা হোমে। সেখানে তারা হোম কতৃপক্ষের উপস্থিতিতে ৩৫ জন আবাসিকদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের হাতে তুলে দেন কম্বল। এরপর এদিন দুপুরে নিজেদের কর্মক্ষেত্র আসানসোল জেলা হাসপাতালের সাইকিয়াট্রি বা মনোরোগ ওয়ার্ডে যান ভাস্করবাবু ও সঙ্গীতাদেবী। ছিলেন জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস সহ অন্যান্যরা। সেখানে ২৫ জনকে দেওয়া হয় কম্বল।


এই প্রসঙ্গে ভাস্কর হাজরা ও সঙ্গীতা চট্টোপাধ্যায় বলেন, এই দিনটা আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর। যেকোন আনন্দ অনুষ্ঠানতো আমরা বাড়ির লোক, সহকর্মী বা বন্ধুদের সঙ্গে কাটাই। কিন্তু তার বাইরেও তো একটা সমাজ আছে। যেখানে এমন সব মানুষ থাকে, তারা এইসব কিছু জানেনা। তাই আমরা এদিনের কয়েকটা মুহুর্ত অন্যদের সঙ্গে কাটালাম। এখন ঠান্ডা। তাই তাদেরকে আমাদের তরফে সামান্য কিছু দিলাম। হাসপাতালের সুপার বলেন, ভাবনা খুবই ভালো। সবাই নয়, কিছু মানুষ যদি এই রকম ভাবে, তাহলেই সমাজ উপকৃত হবে।

Leave a Reply