KULTI-BARAKAR

নারী পাচার প্রতিরোধ ও যৌনকর্মীপল্লী এলাকার সামগ্রিক উন্নয়নের কাজের জন্য স্বশাসিত বোর্ড গঠন করা হলো

বেঙ্গল মিরর,  আসানসোল : দুর্বার মহিলা সমন্নয় কমিটি ASANSOL আজ দুর্বার লছিপুর( দিসা ) কমিটির আয়োজনে পাচার প্রতিরোধ অনুষ্ঠানের মাধ্যমে নারী পাচার প্রতিরোধ ও যৌনকর্মীপল্লী এলাকার সামগ্রিক উন্নয়নের কাজের জন্য স্বশাসিত একটি বোর্ড গঠন করা হলো – “অপ্রতিরোধ্য মহিলাদের সংশ্লেষণ কমিটি” পশ্চিমবঙ্গ , আসানসোল শাখা- লছিপুর ( দিসা ) পশ্চিম বর্ধমান , যেখানে আনুমানিক 1,500 যৌনকর্মী রয়েছে , দুর্বার নারীর অধিকার এবং যৌনকর্মীদের অধিকার , মানব পাচার বিরোধী এবং এইচআইভি/এইডস নিয়ে কাজ করছে।

দুর্বার এর লক্ষ্য হল প্রতিবন্ধকতাগুলিকে চ্যালেঞ্জ করা এবং পরিবর্তন করা যা যৌনকর্মীদের জীবনের দৈনন্দিন বাস্তবতা তৈরি করে কারণ তারা তাদের দারিদ্র্য বা তাদের বহিরাগততার সাথে সম্পর্কিত । দুর্বার পশ্চিমবঙ্গ এ প্রায় ৩০ (30 ) টি যৌনকর্মীপল্লী অঞ্চলে পাচার প্রতিরোধের কাজ চালিয়ে আসছে । নাবালিকা এবং অনিচ্ছুক মহিলাদের এই পেশা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও যৌনকর্মী জনগোষ্ঠীর জীবন-জীবিকার মান উন্নয়নে কাজে সাহায্য করাই স্ব- শাসিত বোর্ডের অন্যতম উদ্দেশ্য ।-

যাঁরা বোর্ডের মেম্বার হিসাবে থাকছেন – সৌমেনসিংহ রায় ( উকিল ) , অমিত হালদার ( আই সি নিয়ামতপুর ) , বুম্বা মুখার্জী ( চেয়ারমেন AIHR ) , শ Dr. অনির্বান রায় ( সুপার বরাকর হসপিটাল ) , মীর হাসিম ( জনপ্রতিনিধি ) ও আরো অনেক সমাজের বিশিষ্ট মানুষজনেরা ।সামাজিক অস্তিত্বের জন্য লড়াই করার লক্ষ্যে এই দলটি কাজ করে চলেছে

Leave a Reply