KULTI-BARAKAR

ডাকাতির উদ্দেশ্যে জড়হওয়া অস্ত্র সহ পাঁচ দুষ্কৃতি গ্রেফতার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের কুলটি থানার অন্তর্গত সীতারামপুর মেলাকলা রোডের রেল টানেলের কাছ থেকে শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচজন দুষ্কৃতি কে গ্রেফতার করে নিয়মতপুর ফাঁড়ির পুলিশ।তাদের কাছে উদ্ধার হয় একটি বন্দুক, একটি গুলি,একটিভোজলি ও দুইটি ছুরী সহ লাইলনের দড়ি ।

পাঁচজন দুষ্কৃতির মধ্যে চারজনের বাড়ি কুলটিথানার বিভিন্ন এলাকায় ও একজনের মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলের বলে পুলিশ সূত্রে জানা যাই।আজ ধৃত পাঁচজনকে আসানসোল আদালতে তোলাহয়।ধৃত পাঁচজন কে পুলিশি হেফাজতে নেওয়া হবে।জানাজায় ধৃত পাঁচ জনের নাম নশিম খান (28),রামজান শেখ (36)রাজীব বাউরী (28) রাজা বাদ্যকর (18) সাক্ষী গোপাল ধীবর (22)।তাদের কে জেরা করে আরো তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply