West Bengal

Road Safety & Rescue Pilot Project on NH -2 & NH-12 ” প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলো

বেঙ্গল মিরর, কোলকাতা : কেন্দ্রীয় সরকারি প্রেক্ষাগৃহ ICCR হলে ” Road Safety & Rescue Pilot Project on NH -2 & NH-12 ” প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ 31/12/ 2021 তারিখে l উদ্বোধন করলেন ” National Self Employment Council “এর Co – Chairman মিহির কুমার দাস l Ministry of Road transport & Highways অনুমোদিত এই প্রজেক্টের জন্য National Highway তে কোনো গাড়ি দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেখানে Rescue টিম পৌঁছে যাবে l অনুষ্ঠানে অন্যান্য অথিতিদের

সাথে উপস্থিত ছিলেন NSEC এর CEO বিনয় কুমার মালিক, ডিরেক্টর প্রতিম সিংহ রায়, ইব্রাহিম শেখ, চন্দন মন্ডল, আলিমুদ্দিন নাজির, শান্তুনু সাঁতরা,আনন্দ সোরেন, দিলীপ কুমার দলুই, মুরারী মোহন কর্মকার,শ্রী মতি সম্পা মালিক l শারীরিক অসুস্থতার জন্য NSEC এর চেয়ারম্যান দেবকুমার চ্যাটার্জী অনুপস্থিত থাকলেও, তার শুভেচ্ছা বার্তা পাঠ করেন প্রতিম সিংহ রায়।

Leave a Reply