ASANSOL

ASANSOL CORPORATION ELECTION : BJP প্রার্থীতালিকা প্রকাশ করল

বেঙ্গল মিরর, আসানসোল, দীপ সেন : আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ১০৬ টি ওয়ার্ডের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিজেপি। আসানসোলে, বিজেপির চর্চিত প্রার্থীদের মধ্যে ২৭ নং ওয়ার্ড থেকে চৈতালী তিওয়ারি, ২৯ নং ওয়ার্ড থেকে গৌরব গুপ্তা, ১৫ নং ওয়ার্ড থেকে আদর্শ শর্মা, ১৮ নং ওয়ার্ড থেকে অমিত তুলসিয়ান, ৪৩ নং ওয়ার্ড
থেকে আশা শর্মা, ৪৪ নং ওয়ার্ড থেকে শিবপ্রসাদ বর্মন, ১০২ নং ওয়ার্ড
থেকে অভিজিৎ আচার্য,১০৫ নং ওয়ার্ড থেকে ইন্দ্রানী আচার্য, ৩৯ নং ওয়ার্ড
থেকে গুড্ডু মেহতা প্রমুখ প্রার্থী হয়েছেন।

Leave a Reply