রাজ্যে ৩ জানুয়ারি থেকে ধাপে-ধাপে বিধিনিষেধ, মন্ত্রী সংক্রমিত, দুয়ারে সরকার স্থগিত
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যে আবারও আংশিক লকডাউন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আবারও বিধিনিষেধ জারি হতে পারে বলে খবরে বলা হয়েছে। রাজ্যে বন্ধ হতে পারে বিভিন্ন উৎসব ও মেলা। সূত্র জানাচ্ছে, আগামী ৩ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী।




রাজ্য সরকার ১ লা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ‘ছাত্র সপ্তাহ’ ঘোষণা করেছে। এর অধীনে ৩ জানুয়ারি নেতাজি ইন্ডোরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। পরিবর্তিত পরিস্থিতিতে এই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সোমবারের জন্য নির্ধারিত স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তাহলে কি রাজ্য সরকার আবার আংশিক লকডাউনের
পথ অনুসরণ করার পরিকল্পনা করছে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
ছাত্র সপ্তাহ শুধুমাত্র বাতিল কর্মসূচি নয়, রবিবার থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করার কথা ছিল রাজ্য সরকারের। এ বার রাজ্য জুড়ে ৮০,০০০ শিবির হতে চলেছে। রাজ্য সরকারও দুয়ারে সরকারের অনুষ্ঠান আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মানুষ ২৪ টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা ছিল কিন্তু যে হারে করোনার সংক্রমণ বাড়ছে তাতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ক্যাম্পগুলি মারাত্মক হতে পারে।
উল্লেখযোগ্যভাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে, গত ৪৮ ঘণ্টায় রাজ্যে পাঁচ হাজারের বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এরপর থেকেই উদ্বেগ বেড়েছে প্রশাসনের। নতুন বছরে ২ দিনের স্বস্তি দেওয়া হয়েছে।