LatestWest Bengal

RESTRICTIONS IN West Bengal : কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ,সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন

বেঙ্গল মিরর, কোলকাতা: RESTRICTIONS IN West Bengal : কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ,সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন। সোমবার থেকে রাজ্যে ফিরছে করোনার কড়াকড়ি (COVID 19 Restrictions in West Bengal)। জারি হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ। লাগাম টানা হয়েছে লোকাল ট্রেনেও (Local Trains partially suspended)। সোমবার থেকে সন্ধে সাতটার পর আর কোনও লোকাল ট্রেন পরিষেবা চালু থাকবে না। রবিবার রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। কড়াকড়ি করা হয়েছে যাত্রী সংখ্যার উপরেও। সন্ধে ৭ টা পর্যন্ত যে লোকাল ট্রেনগুলি চলবে, সেগুলিও ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলাচল করবে।

स्कूल-कालेज बंद

সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব।

কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: মুখ্যসচিব।

চিড়িয়াখানার সহ সব পর্যটক কেন্দ্র বন্ধ থাকবে:মুখ্যসচিব।

বিমান যাত্রীদের rt-pcr টেস্ট বাধ্যতামূলক:মুখ্যসচিব।

বেসরকারি অফিসে ৫০% হাজিরা:মুখ্যসচিব।

সরকারি অফিসে ৫০% হাজিরা:মুখ্যসচিব।

১লা ফেব্রুয়ারি পর্যন্ত পিছল দুয়ারে সরকার:মুখ্যসচিব।

সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন। বাকি সময়ে ৫০% যাত্রী নিয়ে চলবে। তবে দূরপাল্লার ট্রেন চলবে। ৫০% যাত্রী নিয়ে চলবে মেট্রো: মুখ্য সচিব।

সুইমিংপুল, স্পা, বিউটি পার্লার ,সেলুন কাল থেকে বন্ধ: মুখ্য সচিব।

সামাজিক অনুষ্ঠান ও বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন: মুখ্য সচিব।

মৃতদেহ নিয়ে যেতে পারবে সর্বোচ্চ ২০ জন: মুখ্য সচিব।

Leave a Reply