ASANSOL

আজ থেকে বিধিনিষেধ : বন্ধ মাইথন পর্যটন কেন্দ্র মাথায় হাত নৌকা চালকদের

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারনে ৩রা জানুয়ারী রাজ্য সরকারের পক্ষথেকে কিছু বিধিনিষেধ জারি হয়েছে যার কারনে অর্থাৎ আজকে থেকে কার্যকর লাগু হয়েছে রাজ্য সরকারের করোনার কারণে বিধিনিষেধ।যেমন পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ আর আসানসোলের মাইথন পর্যটন কেন্দ্রটিও আপাতত বন্ধ রাখা হলো।শীতের মরসুম মানে পিকনিক বা ঘুরতে বহু দূরদুরন্ত থেকে আসে পর্যটকরা আর সারা বছর এই সিজিনের অপেক্ষায় থাকে নৌচালক থেকে এলাকার ব্যবসায়ীরা।মাইথন পর্যটন কেন্দ্রে পর্যটকদের আসাতে নৌচালকদের মধ্যে খুশি দেখা গিয়েছিল।তবে করোনার জন্য মাইথন পর্যটন কেন্দ্রেটি আপাতত বন্ধ হবার কারনে অসুবিধার মধ্যে পড়েছে নৌচালকরা।

বন্ধ মাইথন পর্যটন কেন্দ্র

তাদের এই বছর অনেক আশাছিল যে পর্যটক বাড়বে নৌচালক দের অর্থ উপার্জন হবে কিন্তু তা আর হলো না।রাজ্য সরকারের ঘোষণা মতো আপাতত বন্ধ মাইথন পর্যটন কেন্দ্রে।নৌচালকরা গোষ্ঠীর মাধ্যমে ঋণ নিয়ে নৌকা ও স্পিডবোট কিনে ছিল এখন এই পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ার ফলে তারা এই ঋণশোধ নিয়ে মাথায় চিন্তারভাঁজ পড়েছে।প্রশাসনের পক্ষ থেকে আপাতত মাইথন পর্যটন কেন্দ্রটি বন্ধ তার নোটিশ লাগানো হয়েছে চলছে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে প্রচার করে পর্যটন কেন্দ্র বন্ধে।তবে পর্যটক আজকেও পিকনিক করতে মাইথনে আসলে পর্যটক দের ঘুরিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

West Burdwan : জোন ভিত্তিক এলাকা চিহ্নিত করলো স্বাস্থ্য দপ্তর, চারদিনে আক্রান্ত প্রায় ৭৫০, মৃত ২

RESTRICTIONS IN West Bengal : কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ,সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন

Leave a Reply