ASANSOL

অবৈধ গাছ ভর্তি পিকআপ ভ্যান ধরা পড়লো কল্যানেশ্বরী পুলিশের হাতে

কাজল মিত্র :-সালানপুর অঞ্চলের মধ্যে গাছ চুরি বা পাচার কাজ নতুন কিছু নয় প্রায় দিনই বিভিন্ন জঙ্গলে গাছ কেঁটে বিক্রি করা হচ্ছে।কিছু চুরি পুলিশ বা সাধারণ মানুষের চোখে পড়লে সেটা সবাই জানতে পারে না হলে গাছ চোরেরা আরামে সিন্ডিকেট বানিয়ে অবৈধ গাছের ব্যাবসা করে চলে।সূত্র অনুসারে এই ব্লকের মধ্যে অন্যতম অবৈধ গাছের ব্যাবসায়ী হলো জাকির আনসারী(লালু)ও ইজরাইল আনসারী মানে উরফে(ছোটু)।

আজ শুক্রবার বিকাল বেলায় দেন্দুয়া মোড় সংলগ্ন এলাকায় সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা চড়রা গাছ ভর্তি পিকআপভ্যানটি সহ গাড়ির চালক হেমন্ত মাহাতোকে আটক করেন।সূত্র অনুসারে জানা যায় মহেশপুর এলাকার জঙ্গল থেকে গাছটি কেঁটে পিকআপভ্যানের দ্বারা বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছিলো পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটি আটক করে।গোপন সূত্রে জানা যায় এই গাড়িটি ও গাছটি নাকি ওই গাছ মাফিয়া লালু এবং ছোটুর ছিলো।গোটা বিষয়টি নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।

Leave a Reply