ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তৃনমুল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগম নির্বাচনের প্রচারে বিজেপি প্রার্থীকে অনেকটাই পেছনে ফেলে দিচ্ছেন ৫০ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক। মঙ্গলবার তিনি সকাল থেকে নিজের ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করেন। করোনা বিধি মেনে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মতো হাতে গোনা কর্মী নিয়ে ডোর টু ডোর তিনি প্রচার করেন মঙ্গলবার সকাল থেকে।




অভিজিৎ ঘটক ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কথা বলছেন তাদের সঙ্গে। জানার চেষ্টা করছেন ভোটারদের কি কি সমস্যা রয়েছে। করোনার কারণে কোন ভোটারের কোন সমস্যা হলে, তা শুনে ব্যবস্থা নিচ্ছেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ তথা পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, সারা বছর ওয়ার্ডের মানুষের পাশে থাকি। সমস্যা সমাধানের চেষ্টা করি। অভিজিৎবাবু বলেন, করোনা বিধি মেনে প্রচার করছি। ওয়ার্ডের মানুষদের করোনা বিধি মেনে চলতে অনুরোধ করছি। তার দাবি, এবারে পুর নির্বাচনে আসানসোলের ১০৬টি ওয়ার্ডে তৃনমুল কংগ্রেস জিতবে। কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন।